গাইবান্ধায় বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা: স্বপ্না বেগম আটক, অস্ত্র উদ্ধার

 

গাইবান্ধায় বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা: স্বপ্না বেগম আটক, অস্ত্র উদ্ধার

                      ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ
গাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস মিয়া (৪২) হত্যা মামলায় স্বপ্না বেগম (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
https://www.profitableratecpm.com/izeby0hn?key=80b056371d4a83fc91a3b0b0372de5b0
মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে স্বপ্না বেগমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র বেকি, ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। স্বপ্না বেগম মামলার প্রধান আসামি সুমন মিয়ার বড় ভাই নীল মিয়ার স্ত্রী।
https://www.profitableratecpm.com/bi15h2vr?key=25ea7d64e711c702f2c44b8b913fd30e
এর আগে, সোমবার নিহত ইলিয়াস মিয়ার স্ত্রী মোছা. লিপি বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

নিহত ইলিয়াস মিয়া সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
https://www.profitableratecpm.com/hffa42a4f?key=ed8b109905963f203baae980049288e6

মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী প্রবাসী মো. তারাজুল ইসলামের সঙ্গে ইলিয়াস মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। তারাজুল ইসলাম প্রবাসে থেকেই ইলিয়াস মিয়াকে হত্যার পরিকল্পনা করেন এবং প্রধান আসামি সুমন মিয়াকে অর্থ ও পরামর্শ দেন।
https://www.profitableratecpm.com/hzvbvzbd6?key=16a19ee1ccf3297f489cf7af1f0bf92c

গত শুক্রবার (৬ জুন) রাত ১১টার দিকে ইলিয়াস মিয়া তার মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে জামগাছতলায় পৌঁছালে সুমন মিয়া ও তার সহযোগীরা লাঠিসোঁটা, রড ও বেকি দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।https://www.profitableratecpm.com/zjbtjrghh?key=d4b1216fc90584ec68b86e1d7682922d

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি সুমন মিয়া মজিবর রহমান সর্দারের ছেলে। মামলার অন্যান্য আসামিরা যুবলীগের সঙ্গে জড়িত।https://www.profitableratecpm.com/ssx7tpby9q?key=cc619d5b9b5fdf13263bd1b0fbeac529

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


Post a Comment

Previous Post Next Post