গাইবান্ধায় বিএনপি নেতা ইলিয়াস মিয়া হত্যা: স্বপ্না বেগম আটক, অস্ত্র উদ্ধার
ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভগাইবান্ধার সুন্দরগঞ্জে বিএনপি নেতা ইলিয়াস মিয়া (৪২) হত্যা মামলায় স্বপ্না বেগম (৩৫) নামের একজনকে আটক করেছে পুলিশ।
https://www.profitableratecpm.com/izeby0hn?key=80b056371d4a83fc91a3b0b0372de5b0
মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে স্বপ্না বেগমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র বেকি, ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। স্বপ্না বেগম মামলার প্রধান আসামি সুমন মিয়ার বড় ভাই নীল মিয়ার স্ত্রী।
https://www.profitableratecpm.com/bi15h2vr?key=25ea7d64e711c702f2c44b8b913fd30e
এর আগে, সোমবার নিহত ইলিয়াস মিয়ার স্ত্রী মোছা. লিপি বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত ইলিয়াস মিয়া সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
https://www.profitableratecpm.com/izeby0hn?key=80b056371d4a83fc91a3b0b0372de5b0
মঙ্গলবার (১০ জুন) বিকেলে উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র খানাবাড়ি গ্রামে অভিযান চালিয়ে স্বপ্না বেগমকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র বেকি, ছুরি ও লোহার রড উদ্ধার করা হয়েছে। স্বপ্না বেগম মামলার প্রধান আসামি সুমন মিয়ার বড় ভাই নীল মিয়ার স্ত্রী।
https://www.profitableratecpm.com/bi15h2vr?key=25ea7d64e711c702f2c44b8b913fd30e
এর আগে, সোমবার নিহত ইলিয়াস মিয়ার স্ত্রী মোছা. লিপি বেগম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত ইলিয়াস মিয়া সর্বানন্দ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ছিলেন।
https://www.profitableratecpm.com/hffa42a4f?key=ed8b109905963f203baae980049288e6
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী প্রবাসী মো. তারাজুল ইসলামের সঙ্গে ইলিয়াস মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। তারাজুল ইসলাম প্রবাসে থেকেই ইলিয়াস মিয়াকে হত্যার পরিকল্পনা করেন এবং প্রধান আসামি সুমন মিয়াকে অর্থ ও পরামর্শ দেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রতিবেশী প্রবাসী মো. তারাজুল ইসলামের সঙ্গে ইলিয়াস মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। তারাজুল ইসলাম প্রবাসে থেকেই ইলিয়াস মিয়াকে হত্যার পরিকল্পনা করেন এবং প্রধান আসামি সুমন মিয়াকে অর্থ ও পরামর্শ দেন।
https://www.profitableratecpm.com/hzvbvzbd6?key=16a19ee1ccf3297f489cf7af1f0bf92c
গত শুক্রবার (৬ জুন) রাত ১১টার দিকে ইলিয়াস মিয়া তার মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে জামগাছতলায় পৌঁছালে সুমন মিয়া ও তার সহযোগীরা লাঠিসোঁটা, রড ও বেকি দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।https://www.profitableratecpm.com/zjbtjrghh?key=d4b1216fc90584ec68b86e1d7682922d
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি সুমন মিয়া মজিবর রহমান সর্দারের ছেলে। মামলার অন্যান্য আসামিরা যুবলীগের সঙ্গে জড়িত।https://www.profitableratecpm.com/ssx7tpby9q?key=cc619d5b9b5fdf13263bd1b0fbeac529
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত শুক্রবার (৬ জুন) রাত ১১টার দিকে ইলিয়াস মিয়া তার মৎস্য খামার থেকে বাড়ি ফেরার পথে জামগাছতলায় পৌঁছালে সুমন মিয়া ও তার সহযোগীরা লাঠিসোঁটা, রড ও বেকি দিয়ে তার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি মারা যান।https://www.profitableratecpm.com/zjbtjrghh?key=d4b1216fc90584ec68b86e1d7682922d
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, প্রধান আসামি সুমন মিয়া মজিবর রহমান সর্দারের ছেলে। মামলার অন্যান্য আসামিরা যুবলীগের সঙ্গে জড়িত।https://www.profitableratecpm.com/ssx7tpby9q?key=cc619d5b9b5fdf13263bd1b0fbeac529
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Post a Comment