মা ও মেয়ের এক স্বামী; গ্রেপ্তার যুবক

 

মা ও মেয়ের এক স্বামী; গ্রেপ্তার যুবকhttps://www.profitableratecpm.com/a83zpd5ysm?key=d67472b82b1feb34108d8e8406feac22

                       ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ
মা ও মেয়ে দুজনকেই বিয়ে করেছেন জামাল শেখ। শুধু তাই নয় বিয়ের পর তরুণীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে জামাল শেখ (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ।
গত শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে মানিকগঞ্জ সদর উপজেলার বিল-ডাউলি গ্রাম থেকে সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত জামাল শেখ রাজবাড়ীর  কালুখালি উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিআট গ্রামের মৃত কবেদ আলী শেখের ছেলে।

এর আগে জামাল শেখের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই ভুক্তভোগী তরুণী।

অভিযোগ সূত্রে জানা যায় , ২০১৩ সালে ওই তরুণীর মাকে বিয়ে করে জামাল শেখ। এরপর মা, ভাই, বোনকে নিয়ে জামাল শেখের সঙ্গে বসবাস করতে থাকে তারা। এক পর্যায়ে জামাল শেখ মোবাইল ফোনে ওই তরুণী গোসল করার সময় গোপনে নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে। কিছুদিন পর অভিযুক্ত জামাল ওই তরুণীকে বিয়ের প্রস্তাব দেয়।

https://www.profitableratecpm.com/hzvbvzbd6?key=16a19ee1ccf3297f489cf7af1f0bf92c

একইসঙ্গে তাকে বিয়ে না করলে নগ্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। পরে আদালতে গিয়ে এক আইনজীবীর মাধ্যমে ওই তরুণীকে বিয়ে করতে বাধ্য করে জামাল। বিয়ের পর পরবর্তীতে জামাল শেখ ২০২২ সালে ওমান চলে যায়।

https://www.profitableratecpm.com/zjbtjrghh?key=d4b1216fc90584ec68b86e1d7682922d

ভুক্তভোগী ওই তরুণী জানান, জামাল শেখ ২০২৩ সালে ওমান থেকে দেশে ফিরে তার সঙ্গে ঘর সংসার করতে থাকে। এক পর্যায়ে জামাল শেখ তাদের স্বামী-স্ত্রীর মেলামেশার অসংখ্য ভিডিও গোপনে ধারণ করে। বিষয়টি বুঝতে পেরে ওই তরুণী বাবার বাড়ি চলে যায়। এরপর গত বছরের ২১ এপ্রিল আইনজীবীর মাধ্যমে জামাল শেখকে তালাক দেন ওই তরুণী।

https://www.profitableratecpm.com/ssx7tpby9q?key=cc619d5b9b5fdf13263bd1b0fbeac529

এরপর গত বছরের পহেলা মে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার এক যুবককে বিয়ে করে তরুণী। বিয়ের পর জামাল শেখ ক্ষিপ্ত হয়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি ও ভিডিও তার দ্বিতীয় স্বামী ও তার পরিবারের সদস্যদের মোবাইলে পাঠিয়ে দেয়। এরপর ওই তরুণী বাদি হয়ে মানিকগঞ্জ সদর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম আমান উল্লাহ বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের প্রেক্ষিতে পর্ণগ্রাফি আইনে মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেফতারও করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।https://www.profitableratecpm.com/x6vmny3s52?key=67ba23f3873041ca5eb944b44c57b78c



Post a Comment

Previous Post Next Post