কেন্দুয়ায় বাজারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫https://www.profitableratecpm.com/a83zpd5ysm?key=d67472b82b1feb34108d8e8406feac22
বাজারে বসা নিয়ে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাহমুদপুর গ্রামের দুই গ্রুপের লোকজনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।https://www.profitableratecpm.com/izeby0hn?key=80b056371d4a83fc91a3b0b0372de5b0
সোমবার (৯ জুন) সন্ধ্যার দিকে উপজেলার মোজাফরপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মাহমুদপুর বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত ১৫ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন ৯ জন। তার মধ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় ৭ জনকে। https://www.profitableratecpm.com/bi15h2vr?key=25ea7d64e711c702f2c44b8b913fd30e
তারা হলেন- রাকিব (২২), আজহারুল (৪৫), খোকন মিয়া (৪৫), নজরুল (৫০), সাকিল (১৮), রাজিব (২২), মুখলেছ (৪০)। ঝগড়া থামাতে গিয়ে আহত হারুলিয়া গ্রামের হেলাল মিয়াসহ আরো কয়েকজন প্রাথমিক চিকিৎসা নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
স্থানীয় ও পুলিশ জানা যায়, ঈদের আগের দিন স্থানীয় মাহমুদপুর বাজারে বসা নিয়ে রফিক গ্রুপ ও দিদার গ্রুপের লোকদের মধ্যে কথা-কাটাকাটি হয়।https://www.profitableratecpm.com/hffa42a4f?key=ed8b109905963f203baae980049288e6
সোমবার (৯ জুন) রফিক গ্রুপের একজন তার স্ত্রীকে নিয়ে যখন বাজারের দিকে যাচ্ছিলেন, তখন দিদার গ্রুপের লোকজন তাকে মারধর করে। তারই জেরে সন্ধ্যায় মাহমুদপুর বাজারে উভয়ই গ্রুপের লোকজন টেঁটা, বল্লমসহ দেশীয় অস্ত্র সহকারে সংঘর্ষে জড়ায়। এতে উভয় গ্রুপের কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।https://www.profitableratecpm.com/hzvbvzbd6?key=16a19ee1ccf3297f489cf7af1f0bf92c
কেন্দুয়া থানার ওসি (তদন্ত) ওমর কাইয়ুম মাহমুদপুর বাজারে দুই গ্রুপের সংঘর্ষ ও আহতের খবর নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কোনো গ্রুপই থানায় এখন পর্যন্ত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
https://www.profitableratecpm.com/x6vmny3s52?key=67ba23f3873041ca5eb944b44c57b78c
Post a Comment