ইসরায়েলে ৩৭০টি ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইরানhttps://www.profitableratecpm.com/a83zpd5ysm?key=d67472b82b1feb34108d8e8406feac22 ইসরায়েলি হামলায় তেলআবিবের ক্ষতিগ্রস্ত ভবন।
সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান মোট ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ইসরায়েলকে লক্ষ করে নিক্ষেপ করেছে। সোমবার (১৬ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য জানা গেছে।https://www.profitableratecpm.com/izeby0hn?key=80b056371d4a83fc91a3b0b0372de5b0
ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত এ হামলায় দেশটিতে অন্তত ২৪ জন নিহত ও ৫৯২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
ইরানি হামলায় ইসরায়েলের অন্তত ৩০টি স্থানে আঘাত লেগেছে বলেও জানানো হয়েছে। অন্যদিকে, শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।https://www.profitableratecpm.com/bi15h2vr?key=25ea7d64e711c702f2c44b8b913fd30e
ভিডিও ফুটেজে দেখা গেছে, হাইফার আশেপাশে বিস্ফোরণ হচ্ছে এবং সেখানে ঘরবাড়িতে অগ্নিকাণ্ড ও অবকাঠামোতে ক্ষয়ক্ষতি হয়েছে।https://www.profitableratecpm.com/hffa42a4f?key=ed8b109905963f203baae980049288e6
অন্যদিকে রবিবার পর্যন্ত ইরানে নিহত হয়েছে অন্তত ২২৪ জন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
Post a Comment