গরুর মাংস ছোট-বড় করা নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ভাইয়ের হাতে ভাই খুন <script type="text/javascript"> atOptions = { 'key' : '229bc1f0e72f81bab9811768c5f6a2cb', 'format' : 'iframe', 'height' : 250, 'width' : 300, 'params' : {} }; </script> <script type="text/javascript" src="//www.highperformanceformat.com/229bc1f0e72f81bab9811768c5f6a2cb/invoke.js"></script>
ময়নাতদন্তের জন্য রোববার সকালে মরদেহ আনা হয় ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে।www.highperformanceformat.com/229bc1f0e72f81bab9811768c5f6a2cb/invoke.js"></script>
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোরবানির মাংস কাটা নিয়ে বাগবিতণ্ডার জের ধরে বড় ভাই দুলাল মিয়াকে (৫২) কে পিটিয়ে এবং মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ উঠেছে তারই ছোট ভাই রুবেল মিয়ার বিরুদ্ধে। নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটির মৃত ওমর আলীর ছেলে।
রোববার (৮ জুন) সকালে নিহত দুলাল মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে নিয়ে আসে বিজয়নগর থানা পুলিশ।
https://www.profitableratecpm.com/x6vmny3s52?key=67ba23f3873041ca5eb944b44c57b78c
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, শনিবার ঈদের দিন দুপুর ২টার দিকে কোরবানির মাংস কাটার সময় গরুর পায়ের রান ছোট-বড় করা নিয়ে দুলাল মিয়ার সঙ্গে তার ভাই রুবেলের বাগবিতন্ডা হয়। এক পর্যায়ে রুবেল উত্তেজিত হয়ে দুলাল মিয়াকে মারধর করে জোরপূর্বক তার মুখে বিষ ঢেলে দেয়। পরে স্বজনেরা তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যান দুলাল মিয়া।
https://www.profitableratecpm.com/ssx7tpby9q?key=cc619d5b9b5fdf13263bd1b0fbeac529
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল রির্পোট তৈরি করে ময়নাতদন্তের জন্য রোববার সকালে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, ঘটনা জানার পর আমরা তাৎক্ষনিক পুলিশ পাঠিয়েছি। এটি পরিকল্পিত হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। ঘটনার পর থেকে ছোট ভাই রুবেল পলাতক রয়েছেন।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
https://www.profitableratecpm.com/zjbtjrghh?key=d4b1216fc90584ec68b86e1d7682922d
Post a Comment